সেমির স্বপ্নযাত্রায় টাইগাররা, অভিনন্দন আইজিপি জাবেদ পাটোয়ারীর
প্রকাশিতঃ 1:48 pm | June 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বাংলাদেশ পুলিশের ‘প্রধান অধিকর্তা’ হওয়ায় জনস্বার্থ, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা সবকিছুই সমান তালে সামাল দিতে হয় তাকে। রাত-দিন ক্লান্তিহীন পরিশ্রম করতে হলেও ক্রিকেট অন্ত:প্রাণ মানুষ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
বিশ্বকাপে টাইগারদের ঐতিহাসিক বিজয় আনন্দ সবার মতো স্পর্শ করেছে তাকেও। শত ব্যস্ততার মাঝেও টাইগার-ক্যারিবিয়ান ম্যাচে টিভি পর্দায় চোখ বুলানো, খুঁটিনাটি নানাদিক নিয়ে নিজেকে আপডেট রাখার কাজটিও করেছেন পুলিশের এ সর্বোচ্চ কর্মকর্তা।
বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষেক ম্যাচের হিরো লিটন দাসের ব্যাটিং জাদু মুগ্ধ করেছে তাকে।
ইংলিশ ক্রিকেট গ্রাউন্ড টনটনে টিম বাংলাদেশের স্বপ্নের বিজয়ে মাশরাফি-সাকিব-লিটন দাসদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।
এক অভিনন্দন বার্তায় পুলিশের আইজি বলেন, ‘৭ উইকেটে উইন্ডিজকে পরাজিত করে এ বিজয় বাংলাদেশ ক্রিকেট দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। এ সাফল্যের ধারাবাহিকতা সেমিফাইনালের স্বপ্নযাত্রাকে বেগবান করবে।’
যে কোন সাফল্যের মূলে ‘টিম স্পিরিট’ এমন মানসিকতায় বিশ্বাস করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘পুরো দেশ টাইগারদের অসাধারণ টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্যে গর্বিত।
বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও ভালো ফলাফল অর্জনে অবিস্মরণীয় এ বিজয় ইতিবাচক ভূমিকা পালন করবে।’
টনটনে ক্যারিবিয়ানদের হেসে-খেলে উড়িয়ে দিয়ে এ বিজয় অর্জনের মাধ্যমে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ। টাইগাররা এখন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আগামী ২০ জুন বাংলাদেশ দল খেলবে পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সেই ম্যাচেও অষ্ট্রেলিয়াকে হারানোর শক্তি-সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলেও মনে করেন আইজিপি জাবেদ পাটোয়ারী।
প্রসঙ্গত, সোমবার (১৭ জুন) নিজেদের ওয়ানডে ইতিহাসে এমনকি বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। টনটনে বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য টাইগাররা পার হয়ে গেছে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখে।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের দেয়া ৩১৮ রানের বিপরীতে বাংলাদেশ ৪ উইকেটে করে ৩২২ রান। যা ছিল বাংলাদেশের ওয়ানডে ও বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
এবার ক্যারিবিয়দের ৮ উইকেটে করা ৩২১ রান অনায়াসে পার হয়ে নিজেদের রেকর্ডটি ভাঙল টাইগাররা।
বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাশ। বল হাতে ৮ ওভারে ৫৪ রানে ২ উইকেট শিকারের পর সাকিব ব্যাট হাতে তুলে নিয়েছেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি।
ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর বিশ্বসেরা অলরাউন্ডার উইন্ডিজদের বিপক্ষে করেছেন অপরাজিত ১২৪ রান।
আর বিশ্বকাপে নিজের এ অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন লিটন দাস। ৪ ছয় ও ৮ চারে ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
কালের আলো/এমএইচ/এমএএএমকে