দেয়াল বা গাছে বিজ্ঞাপন লাগালে জরিমানা: মেয়র আতিক
প্রকাশিতঃ 8:26 pm | June 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেয়াল লিখন ও গাছে বিজ্ঞাপন লাগালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন লাগালে, ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে।
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্লানার্স এবং সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ‘শিশুদের স্বপ্নের শহর’ শীর্ষক এক সম্মেলনে এসব কথা বলেন মেয়র।
মেয়র বলেন, শিশুবান্ধব নগরী গড়তে নগর অ্যাপের ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক করা হবে।
জরিমানা বা আইনি ব্যবস্থার বিষয়ে ইতিমধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।
কালের আলো/এআর/এমএম