‘খালেদাকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন’
প্রকাশিতঃ 2:15 pm | March 09, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো প্রহসনের নির্বাচন মানা হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, খালেদা জিয়া ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যেতে খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে সরকার। খালেদা জিয়ার জামিন পাওয়া তার অধিকার। কিন্তু সেখানেও প্রভাব খাটাচ্ছে সরকার। সরকার ক্ষমতায় যেতে নিজেদের পছন্দমতো কমিশন গঠন করেছে ।
মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নেতাকর্মীদের আটক রাজনীতির ইতিহাসে বিরল। ক্ষমতায় টিকে থাকতে এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা বাধা দিবেন না বলেছেন। আমাদের সব কর্মসূচিই শান্তিপূর্ণ, তাহলে এখন কেন বাধা দিচ্ছেন? কেন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিচ্ছেন না?
কালের আলো/ওএইচ