দুই জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিতঃ 11:21 am | June 21, 2019

কালের আলো প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুর এবং গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে মোট চারজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ট্রাক-পিকআপ সংঘর্ষে গুরুদাসপুরেই নিহত হয়েছেন তিনজন।

এছাড়া বৃহস্পতিবার(২০ জুন) রাতে মুকসুদপুর বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের নিচে পরে মারা যান ৭০ বছরের এক বৃদ্ধ।

নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কাছিকাটা ১০নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পিকআপটি কাছিকাটা ১০নং ব্রীজ এলাকায় পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন তিন শ্রমিক। এদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সিরাজগঞ্জের তাড়াশ এলাকার বাসিন্দা রুহুল আমীন (৩৫) ও আব্দুল কাদের (৫০)। অপর নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছে। আর ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনা এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশন ও বৃহস্পতিবার রাতে পুরাতন মুকসুদপুর বাসষ্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ওই দুই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বড়থানদিয়া গ্রামের বাসিন্দা ও ট্রাকের হেলপার নাজিমউ‌দ্দিন শেখ (৩০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ধলু মিয়া (৭০)।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সকালে মুকসুদপুর ফিলিং স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা এক‌টি ট্রাককে পিছন দিক‌ থেকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাওন ট্রাভেলসের এক‌টি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ওই ট্রাকে থাকা হেলপার নাজিমউ‌দ্দিন মারাত্মক আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ‌কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে পুরাতন মুকসুদপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গিয়ে নিহত হন ধলু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ। দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। শুক্রবার ভোরে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ধলু মিয়ার বাড়ি মুকসুদপুর উপজেলার পাঁচুড়িয়া গ্রামে।

কালের আলো/এআর/এমএম