৭০ বছরে ৬ সভাপতি ও ৯ সাধারণ সম্পাদক আ.লীগের
প্রকাশিতঃ 11:08 am | June 23, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বলা হয়ে থাকে, ১৯৫৮ সালে পাকিস্তান সামরিক শাসনকবলিত হয়ে পড়ার পর ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক দুরূহ সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনরুত্থান ঘটে। আবার ১৯৮১ সালে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই দলটির পুন:জাগরণ হয়। দলকে গোটা দেশেই সংগঠিত করেছেন তিনি। নেতৃত্ব দিয়ে পতন ঘটিয়েছেন স্বৈরাচার সরকারের।
আরও পড়ুন: ৭১ বছরে পা রাখল আওয়ামী লীগ
প্রতিষ্ঠার ৭০ বছরে ২০টি কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি হয়েছেন ৬ জন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ৯ জন। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ও জাতীয় চার নেতা নিহত হওয়ার পর ১৯৭৬ সালে মহিউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি ও সৈয়দা সাজেদা চৌধুরী সাধারণ সম্পাদক হন।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল (সিআরআই) সূত্র মতে, অসাম্প্রদায়িক আর সাধারণ, খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুগে যুগে অনেক নেতা তৈরি হয়েছেন উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এ রাজনৈতিক দলটিতে।
এই দলের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি ১৯৪৯ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত চারটি কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন। এরপর ওই বছর একটি বিশেষ কাউন্সিলে ভারপ্রাপ্ত সভাপতি হন আবদুর রশিদ তর্কবাগীশ। ১৯৬৪ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে ছিলেন ১৯৬৬ সাল পর্যন্ত।
আরও পড়ুন: ১৩ বছর আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু
ওই বছর ষষ্ঠ কাউন্সিলে দলের সভাপতি হন শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সাল পর্যন্ত সভাপতি পদে ছিলেন। ১৯৭৪ সালে দশম কাউন্সিলে সভাপতি হন এ এইচ এম কামরুজ্জামান। ১৯৭৫ সালে ঘাতকের গুলিতে কেন্দ্রীয় কারাগারে নিহত হন তিনি। এরপর ১৯৭৮ সালে কাউন্সিলে সভাপতি হন আবদুল মালেক।
তিনি ১৯৮১ সাল পর্যন্ত ছিলেন। ১৯৮১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮ বছরের বেশি সময় ধরে দলের সভাপতি পদে আছেন শেখ হাসিনা। দলের ১৩তম কাউন্সিলে তিনি প্রথম সভাপতি হন। সর্বশেষ ২০তম কাউন্সিলেও তিনি একই পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
১৯৪৯ সালে দলের প্রথম কাউন্সিলে সাধারণ সম্পাদক হন শামসুল হক। এরপর ১৯৫৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দলের দ্বিতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিন মেয়াদে দলের সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দীন আহমেদ।
আরও পড়ুন: আ.লীগের ‘প্রধান সম্পদ’ শেখ হাসিনার নেতৃত্বেই শুরু উন্নতির অভিযাত্রা
এরপর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত জিল্লুর রহমান সাধারণ সম্পাদক ছিলেন। এরপর দুই মেয়াদে সাধারণ সম্পাদক হন আবদুর রাজ্জাক। ১৯৮৭ সালে সাধারণ সম্পাদক হয়ে ১৯৯২ সাল পর্যন্ত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। পরে আবারো জিল্লুর রহমান দুই মেয়াদে ২০০২ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন।
২০০২ সালের কাউন্সিলে সাধারণ সম্পাদক হয়ে ২০০৯ সাল পর্যন্ত এ পদে ছিলেন আবদুল জলিল। ২০০৯ সালে দলের ১৮তম কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি এ পদে দায়িত্ব পালন করেন ২০১৬ সাল পর্যন্ত।
তিন বছর আগে অক্টোবরে প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এর আগে দলটির সভাপতি মন্ডলীর সদস্য ছিলেন।
কালের আলো/এমএইচ/একে