সব অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন করতে হবে: তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 10:48 pm | June 22, 2019

কালের আলো প্রতিবেদক:

সব অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদতথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘আমরা সব অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩০ জুনের মধ্যে সব অনলাইনকে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।’

শনিবার (২২ জুন) সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফেক নিউজকে বিশ্বব্যাপী সমস্যা আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, ‘১৬৭ বছরের পুরনো পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড একটি ভুল রিপোর্ট প্রকাশের কারণে বন্ধ হয়ে গেছে। একজন এমপির বিরুদ্ধে অসত্য নিউজ পরিবেশন করায় বিবিসির প্রধান নির্বাহী থেকে শুরু করে পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছে। বাংলাদেশে ভুল, অসত্য ও বানোয়াট নিউজ পরিবেশন করার কারণে কোনও পত্রিকা বন্ধ হয়নি। এবং কোনও পত্রিকা বন্ধ করা আমাদের উদ্দেশ্যও নয়।’

ইউরোপের একটি ম্যাগাজিনের উদ্ধৃতি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপের ৮৫ শতাংশ মানুষ ফেক নিউজকে তাদের সমস্যা মনে করেন। ফেক নিউজকে গণতন্ত্রের জন্য সমস্যা মনে করেন ৮০ শতাংশ মানুষ। ফেক নিউজ বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা। বিশ্বের সবাই এই সমস্যা মোকাবিলা করছে। এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইন প্রণয়ন করা হচ্ছে। ফেক নিউজ সমাজে অস্থিরতা তৈরি করছে। কনফ্লিক্ট তৈরি করছে। সে কারণে সব অনলাইনকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। তাদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে।’

বাজেট নিয়ে সিপিডি ও বিএনপির দেওয়া বক্তব্যের সমালোচনা করেন হাছান মাহমুদ। বলেন, ‘আমরা সমালোচনায় বিশ্বাস করি। আমরা চাই, আপনারা সমালোচনা করুন। তবে সেই সমালোচনা হতে হবে বাস্তবসম্মত। সেই সমালোচনা আমরা গ্রহণ করবো।’

কালের আলো/এআর/এমএম