ভারতে বিটিভি দেখা যাবে জুলাই থেকে : তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 3:00 pm | June 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী মাস থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বেতারের অনুষ্ঠানমালা।

রোববার(২৩জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি জানান, জুলাইয়ের যেকোনো দিন থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে। নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট ৭ মে স্বাক্ষরিত হয়।

‘সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার। সেই অনুযায়ী বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে জুলাই থেকে।’

তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বিটিভি ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে গত ৭ মে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট সই হয়। ভারতের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী গত ১৯ জুন এ ওয়ার্কিং এগ্রিমেন্ট চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এরমধ্যে দিয়ে ভারতে বিটিভি প্রদশর্নের ক্ষেত্রে সরকারি পর্যায়ে সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। এখন কারিগরিগুলো ঠিকঠাক করে খুব সহসা ভারতে বিটিভি প্রদর্শনের দিনক্ষণ ঠিক করবো।

তথ্যমন্ত্রী জানান, বিটিভি ভারতে সম্প্রচারের জন্য চুক্তি অনুমোদন হওয়ায় বাংলাদেশের একটি কারিগরি দল আগামী ২৫ থেকে ২৭ জুন ভারত সফর করবে। তারা ফেরার পর সিদ্ধান্ত নেবো কোন দিন থেকে ভারতে বিটিভি প্রদর্শন করা হবে।

বেতারের চুক্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রসার ভারতী ও বাংলাদেশ বেতারের মধ্যে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির আলোকে সহসা ভারতে বাংলাদেশে বেতারও শোনা যাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতে আপাতত বিটিভি দেখা যাবে। বেসরকারি টেলিভিশনের ক্ষেত্রে সরকারি পর্যায়ে কোনো বাধা নেই, সেখানে যারা ক্যাবল অপারেটর তাদের পক্ষ থেকে উচ্চ ফি দাবি করা হয় বিধান সেখানে বাণিজ্যিকভাবে প্রদর্শন করা লাভজনক নয়, সেজন্য সেটি প্রদর্শন করা সম্ভব হচ্ছে না, সেটি নিয়েও কথাবার্তা হচ্ছে। যেহেতু একটি দুয়ার উন্মোচিত হয়েছে, সবার জন্য খুব সহসা দুয়ার উন্মোচিত হবে।

কালের আলো/এআর/এমএম