প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
প্রকাশিতঃ 6:22 pm | June 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমান।
তিনি বলেছেন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্নক্ষেত্রে বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিভিন্ন আর্থসামাজিক সূচকে বাংলাদেশ আরও সুসংহত অবস্থান তৈরি করেছে।
রোববার (২৩ জুন) ‘আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বাণীতে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, ২০১৮ সালের মার্চ মাসে জাতিসংঘের মূল্যায়নে সাফল্যের সঙ্গে এলডিসি থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর মূল্যায়নে বাংলাদেশের অর্থনীতি ২০১৮ সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অর্থনীতি হিসেবে চিহ্নিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ২০১৯ ও ২০২০ সালে একইভাবে সর্বোচ্চ সাফল্য প্রদর্শন করবে বলে এডিবি পূর্বাভাস দিয়েছে। দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, নারী উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্নক্ষেত্রে বর্তমান সরকার অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ।
বিভিন্ন আর্থসামাজিক সূচকে বাংলাদেশ আরও সুসংহত অবস্থান তৈরি করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি এবং শিশু ও মাতৃমৃত্যুর হার-হ্রাস পেয়েছে। স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটেছে । মাথাপিছু আয় ২০১৯ সালে এসে ১৯০৯ ডলারে উন্নীত হয়েছে ।

আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে জানিয়ে মুখ্য সচিব বলেন, গণকর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো হয়েছে। বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা প্রবর্তন করা হয়েছে। সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়ন ও লিঙ্গবৈষম্য নিরসনে বাংলাদেশ তার অবস্থান সুদৃঢ় করেছে। মহাকাশে “বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট উৎ্ক্ষেপণের মাধ্যমে বাঙালি জাতির নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা ঘটেছে।
বর্তমান সরকার সীমান্ত বিরোধ নিস্পত্তি ও ছিটমহল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সমুদ্রসীমা জয় করে বাংলাদেশ তার সমুদ্র অর্থনীতি বিকাশের পথকে প্রশস্ত করেছে । জাতির পিতার “সোনার বাংলা” বিনির্মাণের স্বপ্নকে সামনে রেখে এখন আমাদের লক্ষ্য “রূপকল্প ২০২১” ও “রূপকল্প ২০৪১’-এর যর্থাথ বাস্তবায়ন, যোগ করেন মুখ্য সচিব।
তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সরকারের দায়িতু ও জন্প্রশাসনের ভূমিকা বিষয়ে মানুষের প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। সরকারি কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহির সংস্কৃতির প্রবর্তন হয়েছে । জাতীয় জীবনের সকল ক্ষেত্রে শুদ্ধাচার চর্চা উৎসাহিত হচ্ছে।
মুখ্য সচিব বলেন, সিভিল সার্ভিসে নিযুক্ত প্রত্যেকের প্রধান দায়িতৃ হচ্ছে জনসেবা প্রদান । নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে সরকারি প্রশাসনের কাঠামো ও পদ্ধতি সংস্কার এবং সরকারি কর্মচারীদের চিরায়ত দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করা প্রয়োজন ।
সৃজনশীলতা ও উডভাবন ক্ষমতার প্রয়োগ করে সেবা প্রদানের নবতর কৌশল খুজে বের করতে হবে । অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞান, প্রগাঢ় দেশপ্রেম, সর্বোচ্চ মেধা, শ্রম ও আন্তরিকতার সঙ্গে সিভিল সার্ভিসের প্রতিটি সদস্য এ দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী, বাণীতে বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।
কালের আলো/এমএইচ/এমএ