বিএসআইএসসি কলেজ ভবনের উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 3:53 pm | June 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকাস্থ বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিএসআইএসসি) এর কলেজ ভবনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (২৪ জুন) তিনি এ কলেজ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির অগ্রগতি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এতে সেনাবাহিনী প্রধানসহ উপস্থিত সকলে মোনাজাতে অংশগ্রহণ করেন।

এর আগে সেনাপ্রধান কলেজ প্রাঙ্গনে এসে পৌঁছলে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মির্জা এজাজুর রহমান তাকে স্বাগত জানান ।

অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত,২০০১ সালে বিএসআইএসসির যাত্রা শুরু করে। ইংরেজি মাধ্যমে ‘ও ’এবং ‘এ’ লেভেল এবং ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) এস এস সি পর্যন্ত সকল পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ভাল ফলাফলের স্বাক্ষর রেখে আসছে।

মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে চলতি বছর প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অনুমোদন লাভ করে ।

কালের আলো/এআর/এমএম