পুলিশে চাকরির প্রলোভন, চেকসহ প্রতারক আটক

প্রকাশিতঃ 8:49 pm | June 24, 2019

কালের আলো প্রতিবেদক:

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের নামে ১০ লাখ টাকার চেক গ্রহনের সময় এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক হওয়া ওই প্রতারকের নাম শাকিল হোসেন।

সোমবার (২৪ জুন) সকালে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার আব্দালপুর গ্রামের এক যুবককে পুলিশের কনস্টেবল পদে চাকরীর প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন শাকিল হোসেন।

সকালে পরিবারের পক্ষ থেকে চেক দেওয়ার সময় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে কুষ্টিয়া মডেল থানায় শাকিলকে হস্তান্তর করা হয়।

কালের আলো/এআর/এমএম