তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 5:12 pm | June 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুস্কা) এলাকা পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার(২৬ জুন) তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান।

এছাড়া সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন এবং সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নিবেন।

মিনুস্কার এসআরএসজি ও ফোর্স কমান্ডারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

কালের আলো/এনআর/এমএইচএ