গৌরীপুরে সওজের জমিতে পুকুর খনন, মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়

প্রকাশিতঃ 9:42 pm | March 10, 2018

মশিউর রহমান কাউসার, কালের আলো :

ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে পুকুর খনন করছে স্থানীয় একটি চক্র। একই সঙ্গে সেই পুকুরের মাটি আবার বিক্রি হচ্ছে স্থানীয় ইটভাটায়। স্থানীয় সওজের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদারছে মাটি বিক্রি কাজ চালিয়ে যাচ্ছে চক্রটি।

জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা এলাকায় স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় রুবেল, উজ্জ্বল, ছলিম ও কেরামত আলীসহ কয়েকজন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, সওজ’র জায়গা দখল করে বিশাল আকৃতির পুকুর খনন করায় বর্ষাকালে তাদের ফসল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা এ সময় পুকুরের দীর্ঘ বাঁধ অপসারণেরও দাবি জানান।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কিশোরগঞ্জ সার্কেলের নির্বাহী প্রকৌশলী রাশিদুল আলম জানান, তদন্ত সাপেক্ষে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে একই বিভাগের স্থানীয় উপ সহকারী প্রকৌশলী মো: বাবুল মিয়া জানান, আমাদের জমি দখল করে পুকুর খনন ও মাটি উত্তোলনের কাজে আমরা বাঁধা দিয়েছি। কিন্তু আমাদের নিষেধাজ্ঞা অমান্য করেই ওই চক্রটি এমন কাজ চালিয়ে যাচ্ছে।

 

কালের আলো/এমআরকে/ওএইচ