নতুন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার

প্রকাশিতঃ 9:27 pm | June 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকার।

বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিসিএস ৮৪ ব্যাচের এই কর্মকর্তা তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজশাহী মহানগরীতে তার বাড়ি। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

রাষ্ট্রপ্রতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে গত ৮ এপ্রিল প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। ৩০ এপ্রিল জয়নালকে ফের রাষ্ট্রপতির প্রেস সচিব করার পর থেকে প্রধান তথ্য কর্মকর্তার পদটি ফাঁকা ছিল।

এর আগে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ করা হয়। পরে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

একই আদেশে সিলেট বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. মতিউর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হককে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

এছাড়া বিওআই-এর ১৪ তলা বিল্ডিং নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ তৌহিদুর রহমান তথ্য মন্ত্রণালয়ের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ পেয়েছেন।

কালের আলো/এআর/এমএম