জয়টা আমার জন্য খুব দরকার ছিল : শাওন

প্রকাশিতঃ 4:43 pm | March 11, 2018

মেহের আফরোজ শাওন:

একের পর এক খারাপ খবরের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছিলাম…। বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের জয়টা আমার জন্য খুব দরকার ছিল… মনে হচ্ছে আমি নিজে চার-ছয় মেরে জিতে গেছি… চোখে পানি এসে গেছে, নাচতে ইচ্ছা করছে, গাড়ি চালিয়ে বহুদূর বহু-দূর ঘুরে আসতে মন চাইছে…

বাংলাদেশ ক্রিকেট টিম- ভালোবাসা… শ্রদ্ধা…

(মেহের আফরোজ শাওনের ফেসবুক থেকে সংগৃহীত)

কালের আলো/এসএ