এরশাদকে দেখতে সিএমএইচে রওশন, জানালেন অবস্থার উন্নতি হচ্ছে

প্রকাশিতঃ 8:21 pm | June 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখে এসেছেন স্ত্রী ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ এমপি।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় তিনি বিরোধীদলীয় নেতাকে দেখতে সেখানে যান এবং সিএমএইচ’র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে আলাপ করেন। পরে রওশন এরশাদ জানান, এরশাদের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে।

রাতে বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিরোধীদলীয় উপনেতা সিএমএইচ এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সন্তান রাহ্‌গীর আল মাহে এরশাদ উপস্থিত ছিলেন।

কালের আলো/ওএইচ