স্বাভাবিক কোন কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয়নি: আইজিপি

প্রকাশিতঃ 9:39 pm | March 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি’র স্বাভাবিক কোন কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, জনজীবনে হুমকি না থাকলে কোনো রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাঁধা দিচ্ছে না। রাস্তা বন্ধ করে দিলে, মানুষ ও জানমালের ক্ষতি করলে বাঁধা দেওয়া হবে।

রোববার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

পুলিশ মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যেসব ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা থাকে, সেখানে পুলিশের উপস্থিতি থাকে। তবে পুলিশের উপস্থিতি মানেই রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা নয়।

জাতীয় প্রেসক্লাবের ভেতরে প্রকাশ্যে অস্ত্র হাতে পুলিশ সদস্যরা মহড়া দেয়নি উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, সেখানে প্রয়োজন থাকায় পুলিশ সদস্যরা বৈধ অস্ত্র প্রদর্শন করেছিল। কাউকে গ্রেফতার করতে কিংবা অভিযানের প্রয়োজনে হয়তো অস্ত্র প্রদর্শন করতে হয়েছে।

পুলিশ সদস্যরা সাদা পোশাকে ছিল, অথচ অস্ত্র প্রদর্শন করেছে- এটা পুলিশ প্রবিধান অনুমিত কি না জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, পুলিশ প্রবিধানে সাদা পোশাকে অভিযানে গিয়ে অস্ত্র ব্যবহার করা যাবে কি না- এমন কোনো তথ্য জানা নেই।’

 

কালের আলো/এসএ/ওএইচ