এরশাদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার: রওশন এরশাদ
প্রকাশিতঃ 9:28 pm | June 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।
রোববার (৩০ জুন) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে এরশাদের শারীরিক অবস্থা প্রধানমন্ত্রীকে অবহিত করেন রওশন এরশাদ।
বিরোধীদলীয় উপনেতা বলেন, আমি প্রধানমন্ত্রীকে সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে সেটা বলেছি। তিনি আমাদের বলেছেন, আমি সিএমএইচ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সরকার তাঁর চিকিৎসার ব্যাপারে সব সময় আন্তরিক ছিলো। আগেও ব্যবস্থা করেছে। এবারও প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে চিকিৎসার সব ব্যবস্থা করবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে বেলা ১২টায় রওশন এরশাদ সিএমএইচে এরশাদের সঙ্গে দেখা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সাবেক রাষ্ট্রপতির ফুসফুসে পানি জমেছে, যা বের করা জরুরি। তবে তাঁর ফুসফুসের পানি বের করলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে।
গত বুধবার (২৬ জুন) থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
#ফাইল ফটো
কালের আলো/ওএইচ