কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বোর্ড সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 7:54 pm | July 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৭ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সভাপতিত্ব করেন।
সোমবার(১ জুলাই) গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের কার্যক্রম পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বোর্ড সভায় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে র্যাবের মহাপরিচালক, বেনজীর আহমেদ, এ্যাডিশনাল আইজি ড.মোঃ মইনুর রহমান চৌধুরী,এনডিসি এ্যাডিশনাল আইজি (রেলওয়ে পুলিশ) মোঃ মহসিন হোসেন।
এ্যাডিশনাল আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, এ্যাডিশনাল ডিআইজি ড.শোয়েব রিয়াজ আলম, এআইজি মোঃ ফেরদৌস আলী চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীমসিউল হক চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এআর/এমএম