নারায়াণগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

প্রকাশিতঃ 7:34 am | March 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

নারায়াণগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নৌ ডাকাত জিল্লু বাহিনীর প্রধান জিল্লুসহ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র‍্যাবের ২ সদস্য।

সোমবার ভোরে নারায়ণগঞ্জ সদরের বুড়িগঙ্গা নদী বেষ্টিত আলীরটেক এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় ডাকাত জিল্লু বাহিনীর প্রধান জিল্লু রহমানসহ তার সহযোগীরা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে কিছু সময় পর জিল্লু বাহিনীর অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নৌ ডাকাত সর্দার জিল্লু ও অজ্ঞাত আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে র‌্যাব।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানান, পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

কালের আলো/এমএম