বিএনপির নেতারা টেলিফোনে বলতেন খালাস করে দাও : আইনমন্ত্রী

প্রকাশিতঃ 6:38 pm | July 02, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশের বিচার বিভাগ এখন স্বাধীন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির আমলে কোনো আদালতই স্বাধীন ছিল না। তখন তাদের নেতারা টেলিফোন তুলে বলতেন একে সাজা দিয়ে দাও, তাকে খালাস করে দাও। এ কারণে এখন তারা আমাদের বলেন, তাদের নেত্রীকে নাকি আমরা মুক্তি দিতে পারি।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলার নান্দাইল উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ এখন স্বাধীন। বিচার বিভাগ যে রায় দেয় সেটাই সবাইকে মেনে নিতে হবে। আমাদের এর মধ্যে কিছুই করার নেই। অপরাধ করলে বিচার হবে, বিচারের মাধ্যমে সাজা অথবা খালাস হবে। এই আইনের শাসনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তাই বাস্তবায়ন করেন উল্লেখ করে আনিসুল হক বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মাসেতুর জন্য টাকা দেওয়ার কথা বলেও দেয়নি তখন প্রধানমন্ত্রী বলেছিলেন নিজেদের টাকাতেই পদ্মাসেতু করবো। সেই কথা বাস্তবায়ন করে তিনি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাঙালি সবকিছুই পারে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশের উন্নয়ন বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের এমন কোনো আনাচ-কানাচ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শেখ হাসিনা যতদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন হতেই থাকবে।

তিনি বলেন, একসময় যিনি বলেছিলেন বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, এ দেশের কোনো ভবিষ্যৎ নেই, সেই হেনরি কিসিঞ্জারকে প্যারিসের এক মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নিজের সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ পুরোপুরি অন্যদিকে চলে গেছে।

দেশে ৩৫ লাখ মামলার জট রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটা একদিনে হয়নি। বিএনপির আমল থেকে শুরু হয়েছে। বর্তমান সরকার এ জট কমানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন তুহিন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএ/এমএম