মিরপুরে ভয়াবহ আগুনে পুড়লো ৮ হাজারেরও বেশি ঘর, আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিতঃ 9:12 am | March 12, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ফায়ার সার্ভিসের পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরের ইলিয়াস মোল্লা বস্তির আগুন।
সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আট হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, ভোররাত রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, মিরপুর-১২ নম্বর সেকশনের ইলিয়াস আলী মোল্লা বস্তিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফেলে বস্তিবাসী ঘর থেকে প্রাণভয়ে বের হয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও আটটি ইউনিট যোগ দেয়। ২১টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কালের আলো/এমএম