তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
প্রকাশিতঃ 6:52 pm | July 04, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৯’।
বৃহস্পতিবার(৪ জুলাই) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টফোনের গ্যাজেট নিয়ে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের এটি ১২তম আসর। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
স্যামসাং স্মার্টফোন ও ট্যাব বিক্রির পাশাপাশি মেলায় একটি গেইমিং জোনও রেখেছে। মেলায় ডিএক্স টেল এনেছে শাওমির সব পণ্য। সেখানে শাওমির স্মার্টফোন, স্মার্ট ব্যান্ড, মোবাইল অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে।
হুয়াওয়ে স্মার্টফোনের পাশাপাশি ট্যাব, স্মার্ট ব্যান্ড ও মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করছে। অপ্পো মেলায় তাদের স্মার্টফোন ও মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে হাজির হয়েছে। ভিভো স্মার্টফোন নিয়ে অংশ নিচ্ছে এবারের মেলায়। মটোরোলা তাদের সর্বশেষ মডেলের সব স্মার্টফোন এনেছে মেলায়।
এসব ব্র্যান্ড ছাড়াও মেলায় স্মার্টফোন নিয়ে এসেছে আইফোন, নকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ইউমিডিজি তাদের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ নিয়ে অংশ নিচ্ছে। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলো।
মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। টিকিট বিক্রির প্রাপ্ত অর্থ ক্যান্সার রোগীর চিকিৎসায় ব্যয় করা হবে। প্রতিদিন রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী শনিবার।
কালের আলো/এআর/এমএম