শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান, যান চলাচল বন্ধ

প্রকাশিতঃ 10:34 am | July 07, 2019

নিজস্ব প্রতিবেদক কালের আলো:

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার(৭ জুলাই) সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে টিএসসি থেকে একটি মিছিল বের করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ হয়ে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যায়। পরে সেখান থেকে আবারও শাহবাগ মোড়ে ফিরে আসে।

এ সময় শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসব রোডে মোটরসাইকেল ও রিকশাও চলাচল করতে দেয়া হচ্ছে না। শুধু অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দিচ্ছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

এদিকে সকালে পল্টন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে পিকেটিং করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

সকালে সরেজমিন রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ানবাজার এলাকা ঘুরে দেখা গেছে, শাহবাগ এলাকায় বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা চার রাস্তার মোড় আটকে পথসভা করছেন।

ফলে এই এলাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতেও ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

কালের আলো/এআর/এমএম