অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সাংসদ কিরণ

প্রকাশিতঃ 10:43 am | July 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন নোয়াখালী চৌমুহনী পৌরসভার প্রাক্তন মেয়র ও বর্তমান সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ।

২০১৩ সালের আমলে নেওয়া এমন অভিযোগ দীর্ঘ অনুসন্ধান শেষে পরিসমাপ্তি বা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। যার স্মারক নং- ০০.০১.৭৫০০.৬২৪.০১.০৯৬.১৩।

ইতোমধ্যে মন্ত্রিপরিষদ ও সংশ্লিস্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে দুদকের উর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদের সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে ২০১১-২০১২ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে চৌমুহনী পৌরসভার পৌরভবন সম্প্রসারণের জন্য বরাদ্দকৃত ৭০ লাখ টাকার কাজ না করে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় কমিশন পরিসমাপ্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক অভিযোগটি অনুসন্ধান করেছেন।

মামুনুর রশীদ কিরণ বর্তমানে জাতীয় সংসদের ২৭০ নং (নোয়াখালী-৩ বেগমগঞ্জ ) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। এর আগেও তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কালের আলো/এনএল/এমএইচএ