চলন্ত সিএনজির ওপর ধসে পড়ল পাহাড়, দুই যাত্রী নিহত
প্রকাশিতঃ 2:31 pm | July 13, 2019

কালের আলো প্রতিবেদক:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার উপর পাহাড় ধসে পড়ে দুজন নিহত হয়েছেন।
শনিবার(১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।
নিহতরা হলেন অজয় বড়ুয়া ও সুজয় মং মারমা। তাদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
টানা ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। গত সপ্তাহেও জেলায় পাহাড় ধসে দুজন মারা গেছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল বলেন, অজয় ও সুজন রাউজান থেকে বাগান দেখার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসেছিলেন। বাঙ্গালহালিয়া বাজার থেকে রাইখালী-বাঙ্গালহালিয়া সড়ক ধরে যাওয়ার সময় কারিগরপাড়ায় তাদের অটোরিকশার ওপর পাহাড় ধসে পড়ে।
‘এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে, যোগ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।
কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানিয়েছেন, তিনি পাহাড় ধসে দুজন নিহতের খবর শুনেছেন।
এর আগে গত সোমবার দুপুরে জেলার কাপ্তাইয়ের কেপিএম কলাবাগান এলাকার মালি কলোনি পাহাড় ধসে সূর্য মল্লিক (৫) নামের এক শিশু ও তাহমিনা বেগম নামের এক নারী নিহত হন।
কালের আলো/এআর/এমএম