ইসলামী ব্যাংক রাজশাহী জোনের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ 4:59 pm | July 13, 2019

কালের আলো ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার (১১ জুলাই) রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মো. কাউছার উল আলম।

উপস্থিত গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন আমান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, নাবিল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল ইসলাম, সেভেন স্টার ফুড প্রসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন, নওয়াব গ্রুপের স্বত্বাধিকারী মো. আকবর হোসেন, সবুজ অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. আব্দুল গফ্ফার প্রমুখ।

সমাবেশে রাজশাহী জোন অফিস ও ২১টি শাখার নির্বাহী, ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. নাজমুল হাসান বলেন, ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়ীদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, দেশের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরাঞ্চলের সমৃদ্ধ ব্যবসা-বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ীরা ব্যাংকিং ও অর্থনীতির শক্তি হিসেবে কাজ করেন।

তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

কালের আরো/ডিও/এআর