নেত্রকোণায় বন্যায় ভেসে গেছে ১২ কোটি টাকার মাছ
প্রকাশিতঃ 12:37 pm | July 15, 2019
কালের আলো প্রতিবেদকঃ
বন্যায় নেত্রকোণার ১০ উপজেলার মধ্যে ৮ উপজেলায় ২ হাজার ৯৬৩টি পুকুর তলিয়ে ১২ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে আড়াই হাজারের মতো মৎস্য চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নেত্রকোণার মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অবিরত বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। জেলার কেন্দুয়া ও খালিয়াজুরী ছাড়া সদর, আটপাড়া, দুর্গাপুর, কলমাকান্দা, মোহনগঞ্জ, বারহাট্টা, মদন ও পূর্বধলা উপজেলায় ২ হাজার ৯৬৩টি পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে।
‘পানিতে ভেসে গেছে পুকুরে চাষ করা দেশীয় নানা প্রজাতির ছোট-বড় ১ হাজার ৩৪২ মেট্রিকটন মাছ। বাজারে এসব মাছের আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।’
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা তৈরি করে সরকারিভাবে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।
কালের আলো/এমএইচ/এআর