খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে দুদকের আপিল
প্রকাশিতঃ 12:34 pm | March 15, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুদক।
বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। আপিলে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চাওয়া হয়েছে। আগামী রবিবার এই আপিলের ওপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। পরদিন ওই আদেশের অনুলিপি প্রকাশ পায়। তবে উচ্চ আদালতের দেয়া এই জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
কালের আলো/এমএম