বঙ্গবন্ধু দেশের ফুটবলের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রকাশিতঃ 5:31 pm | July 23, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন পেশাদার ফুটবলার ছিলেন উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ফুটবলের উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। তিনি নিজে পেশাদার ফুটবলার হিসেবে গোপালগঞ্জ জেলা দল ও তখনকার বিখ্যাত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের জনপ্রিয় খেলোয়াড় ছিলেন।
তিনি বলেন, এজন্য বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা হলেও অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা নিজে। তিনি তখনকার ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখতেন এবং দেশের ফুটবলের উন্নয়ন বিষয়ে সব প্রস্তাবে সম্মতি দিতেন।
মঙ্গলবার (২৩ জুলাই) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রধান কার্যালয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র দেশের অন্যতম সেরা ফুটবল দল হিসেবে সুপরিচিত। কিন্তু বর্তমানে আর্থিক সংকটের কারণে দলটি কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারছে না। সাইফ পাওয়ায় টেক লিমিটেড বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। দলের কল্যাণে তাদের পৃষ্ঠপোষকতার প্রস্তাব গ্রহণ করা হবে।
মন্ত্রী বলেন, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
দেশের সব বিত্তবানদের ফুটবলের কল্যাণে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
তরফদার মো. রুহুল আমিন এসময় বলেন, মহান মুক্তিযুদ্ধের সাথে মিশে আছে যে দলটির নাম সেটি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, কারণ কালজয়ী মুক্তিযোদ্ধারাই আমদেরকে উপহার দিয়েছেন এই লাল সবুজ পতাকা। এই দলকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, মন্ত্রী আমাকে আহ্বান জানিয়েছেন দলকে সহযোগিতা করার, আর আমি তাতে সানন্দে সম্মত হয়েছি।
মতবিনিময় সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহুরুল ইসলাম রোহেল, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের টিম ম্যানেজার মো. আরিফুল ইসলাম। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সাইফ পাওয়ার টেক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এআর/এমএম