দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে স্বার্থান্বেষী মহল : আইজিপি

প্রকাশিতঃ 2:59 pm | July 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এ ধরনের গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

আরও পড়ুন: ‘গলাকাটা’ গুজব প্রতিরোধ ও প্রতিকারে কী করছে পুলিশ, জানালেন আইজিপি

তিনি বলেছেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে। তাঁরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপপ্রয়াস চালাচ্ছে। আইন-শৃঙ্খলা বিরোধী এরকম কার্যকলাপ দেশবাসী বা পুলিশের কারোই কাম্য নয়।

আইজিপি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য এবং গুজব ছড়িয়ে সহিংস ঘটনা সৃষ্টির মাধ্যমে গত কয়েকদিনে ৮ জন নিরপরাধ নাগরিকের মূল্যবান প্রাণহানি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের বিভ্রান্তিমূলক তথ্য ও গুজব ছড়ানোর বিষয়টি পুলিশ হেডকোয়ার্টাসের নজরে আসার সাথে সাথে জনসচেতনামূলক প্রতিরোধমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: গুজব রটানোর অভিযোগে ৬০ ফেসবুক ও ১০ অনলাইন বন্ধ : আইজিপি

বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ প্রধান।

বেলা ১১ টার দিকে পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মিডিয়া সেন্টারে প্রবেশ করেন। এর ঠিক ৫ মিনিট পর তিনি বক্তব্য শুরু করেন। প্রায় ৩২ মিনিটের দীর্ঘ বক্তৃতায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিরীহ মানুষ খুনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক পদক্ষেপসহ পুলিশের কঠোর ভূমিকার কথা উপস্থাপন করেন।

আরও পড়ুন: ৮ জনের প্রাণহানির ঘটনার বিশ্লেষণ আইজিপির, ৩১ মামলায় গ্রেফতার ১০৩

পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ছবি-আনিসুর রহমান ফারুক

আরও পড়ুন: জঙ্গি দমনে ‘বাংলাদেশ মডেল’ ও অপতৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আইজিপির

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এমন বাক্যে নিজের বক্তব্য শুরুর পর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রাকে বেগবান করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: কাল থেকে সচেতনতা সপ্তাহ, জুম্মার খুতবায় গুজব বিরোধী বক্তব্য দেবেন ইমামরা

দেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এ সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড.বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন কোরায়শী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গুজবে কান না দিয়ে শিশুদের পদ্মা সেতু ঘুরে দেখার আহ্বান আইজিপির

পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ছবি-আনিসুর রহমান ফারুক

আরও পড়ুন: জঙ্গি দমনে ‘বাংলাদেশ মডেল’ ও অপতৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আইজিপির

কালের আলো/এআর/এনএল