জঙ্গি দমনে ‘বাংলাদেশ মডেল’ ও অপতৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আইজিপির
প্রকাশিতঃ 5:02 pm | July 24, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
জঙ্গিবাদ দমনে গোটা বিশ্বের কাছেই অনুকরণীয় দৃষ্টান্তের পথিকৃৎ হিসেবে আবির্ভূত হয়েছে লাল-সবুজের বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বিশ্ব পরিমন্ডলে ‘রোল মডেল’ বলে একাধিকবার দৃঢ়তার সঙ্গে বলেছেন।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে স্বার্থান্বেষী মহল : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) জঙ্গি দমনে গোটা বিশ্বে বাংলাদেশ এখন ‘বাংলাদেশ মডেল’ নামে পরিচিত বলে মন্তব্য করেছেন।
পদ্মাসেতু নিয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার অপপ্রয়াস প্রসঙ্গে দেশের মানুষকে সচেতন এবং গণপিটুনিতে মানুষ হত্যা প্রতিরোধে পুলিশের কার্যকর পদক্ষেপের বিষয়ে বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।
আরও পড়ুন: গুজব রটানোর অভিযোগে ৬০ ফেসবুক ও ১০ অনলাইন বন্ধ : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ পুলিশ অতীতে জঙ্গি দমনে অত্যন্ত সক্ষমতার স্বাক্ষর রেখেছে। কিছুদিন আগে শ্রীলংকায় জঙ্গি হামলার ঘটনার পর শ্রীলংকা পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা কীভাবে অল্প সময়ের মধ্যে জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি এ বিষয়ে জানতে।
তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞদের সাথে শ্রীলংকার পুলিশ যোগাযোগ করেছে। তাঁরা চায় আমাদের লোকজন যেন তাদের সাথে মতবিনিময় করুক। আমরা যতগুলো আন্তর্জাতিক কনফারেন্সে যাই সব জায়গায় আমাদের অভিজ্ঞতার বিষয়গুলো তাদের সাথে শেয়ার করতে হয়।’
আরও পড়ুন: কাল থেকে সচেতনতা সপ্তাহ, জুম্মার খুতবায় গুজব বিরোধী বক্তব্য দেবেন ইমামরা
জঙ্গি দমনের মতো মাদক নির্মুলেও পুলিশের অগ্রাধিকার সর্বোচ্চ জানিয়ে আইজিপি বলেন, উভয় ক্ষেত্রে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে মানুষকে সচেতন করে জঙ্গি ও মাদক নির্মুলে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। দু’ক্ষেত্রেই পাশে ছিলেন আমাদের। ‘গলাকাটা’ বা ‘ছেলেধরা’ ইস্যুতে গুজব ছড়ানোর বিপক্ষে আপনারা সুদৃঢ়ভাবে অবস্থান নেওয়ায় আপনাদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।’
নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল নিয়োগ
সংবাদ সম্মেলনে আইজিপি জানান, সাম্প্রতিক সময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ সুষ্ঠু, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রায় ১০ হাজারের মতো কনস্টেবল নিয়োগ হয়েছে। এ বিষয়টি নিয়ে মিডিয়া কর্মীরা পুলিশের কৃতিত্ব দেশবাসীর কাছে তুলে ধরেছেন। এ অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। এ কারণে সাধারণ মানুষের কাছে পুলিশ সম্পর্কে পজেটিভ ও স্বচ্ছ ধারণা জন্মেছে।
আরও পড়ুন: ‘গলাকাটা’ গুজব প্রতিরোধ ও প্রতিকারে কী করছে পুলিশ, জানালেন আইজিপি
আরও পড়ুন: গুজবের প্রথম পোস্টটি দুবাই ভিত্তিক, সম্পৃক্ত বিরোধী রাজনীতির সঙ্গে : আইজিপি
গণপিটুনিতে হত্যা মামলার আসামি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কঠোর ভাষায় বলেন, ‘গুজবে বিভ্রান্ত হয়ে কোন নিরীহ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনি নিজেও জানেন না এজন্য আপনি হত্যা মামলার আসামি হচ্ছেন এবং এজন্য সর্বোচ্চ শাস্তি আমাদের দেশে রয়েছে। নিজের অজান্তে কেউ হত্যা মামলায় জড়িত হয়ে পড়–ন এটা আমরা চাই না।
আরও পড়ুন: ৮ জনের প্রাণহানির ঘটনার বিশ্লেষণ আইজিপির, ৩১ মামলায় গ্রেফতার ১০৩
দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে লড়াই করবো
আইজিপি ড.জাবেদ পাটোয়ারী দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘পুলিশ সম্পর্কে অনেকের মনেই বিরূপ ধারণা থাকতে পারে। আমরা বর্তমান পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছি জনগণের বন্ধু হতে, জনবান্ধব পুলিশ হতে। আপনারা যে পুলিশ মনে কল্পনা করেন সেই পুলিশ হতে আমাদের সবাইকে উদ্ধুদ্ধ করছি। আমরা চাই বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে। আমরা হতে চাই জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হতে।
আরও পড়ুন: গুজবে কান না দিয়ে শিশুদের পদ্মা সেতু ঘুরে দেখার আহ্বান আইজিপির
সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড.বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন কোরায়শী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/কেএএই/এমএএএমকে