গুজবের প্রথম পোস্টটি দুবাই ভিত্তিক, সম্পৃক্ত বিরোধী রাজনীতির সঙ্গে : আইজিপি
প্রকাশিতঃ 5:10 pm | July 24, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
‘গলাকাটা’ বা ‘ছেলেধরা’ সন্দেহে গুজব রটানোর সঙ্গে জড়িতদের সরকার বিরোধী পক্ষের যোগসূত্র পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে স্বার্থান্বেষী মহল : আইজিপি
তিনি বলেন, দেশের বাইরে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট শেয়ার করা হচ্ছে। পোস্টগুলো বিশ্লেষণ করে প্রথম যে পোস্টটি সম্ভবত আমাদের নজরে পড়েছে সেটি ছিল দুবাইভিত্তিক এক ব্যক্তির।
আরও পড়ুন: জঙ্গি দমনে ‘বাংলাদেশ মডেল’ ও অপতৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আইজিপির
বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পুলিশের আইজি।
আরও পড়ুন: গুজব রটানোর অভিযোগে ৬০ ফেসবুক ও ১০ অনলাইন বন্ধ : আইজিপি
আরও পড়ুন: ৮ জনের প্রাণহানির ঘটনার বিশ্লেষণ আইজিপির, ৩১ মামলায় গ্রেফতার ১০৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে আসা প্রথম পোস্টের দুবাইয়ের ওই ব্যক্তিও বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তার বিস্তারিত পরিচয় নিয়ে আমরা কাজ করছি বলেও জানান ড.জাবেদ পাটোয়ারী।
গুজবে দেশে-বিদেশে জড়িতদের বিস্তারিত প্রোফাইল তৈরির কার্যক্রম সম্পর্কে জানিয়ে আইজিপি বলেন, বৃত্তের আড়ালে থেকে বা দেশের বাইরে থেকে এ ধরনের গুজবের পোস্ট অনেকে ছড়িয়ে দিচ্ছে। আমরা তাদের সনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে গ্রেফতার হওয়া অনেকেই সরকারবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত বলে আমরা তথ্য পেয়েছি।
আরও পড়ুন: কাল থেকে সচেতনতা সপ্তাহ, জুম্মার খুতবায় গুজব বিরোধী বক্তব্য দেবেন ইমামরা
গণপিটুনি দিয়ে যারা মানুষ হত্যা করছে এবং গুজব ছড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না হুঁশিয়ার করে পুলিশ প্রধান বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যে যত বড় শক্তিশালীই হোক না কেন, আমরা কাউকে ছাড় দেবো না। প্রত্যেককে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন: ‘গলাকাটা’ গুজব প্রতিরোধ ও প্রতিকারে কী করছে পুলিশ, জানালেন আইজিপি
সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড.বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন কোরায়শী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গুজবে কান না দিয়ে শিশুদের পদ্মা সেতু ঘুরে দেখার আহ্বান আইজিপির
কালের আলো/কেএএই/এমএএএমকে