ম্যাচ জিতিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
প্রকাশিতঃ 12:45 am | March 17, 2018

কালের আলো রিপোর্ট:
১৮ বল খেলে ৪৩ রান করে দলকে রোমাঞ্চকর একটি জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ম্যাচটি যেভাবে শেষ করেছেন তা প্রশংসনীয়। নানা নাটকীয়তার মধ্যে দক্ষতার সঙ্গে ম্যাচটি বের করে এনেছেন তিনি। ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে আজকের ম্যাচে রিয়াদই হয়েছেন নায়ক।
শুক্রবার ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এটি আমার অন্যতম সেরা ইনিংস। সাকিব দলে ফেরায় দলের শক্তি বেড়েছে। পরিকল্পনা ছিল যত বেশি পারি স্ট্রাইকে থাকার। সাকিব আউট হয়ে গেলে আমি চাপে ছিলাম। কিন্তু ম্যাচে যা ঘটেছে তা আমাদের ভুলে যাওয়া উচিৎ।’
নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনাল ম্যাচে আজ টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
আগামী ১৮ মার্চ নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
কালের আলো/ওএইচ