কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় ৪ অটোযাত্রী নিহত

প্রকাশিতঃ 12:59 pm | July 27, 2019

কালের আলো প্রতিবেদক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার(২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত হন।

আহতদের কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানান ওসি।

কালের আলো/এআর/এনএল