ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডেইলি ফ্লাইট চালু
প্রকাশিতঃ 12:04 pm | October 17, 2017
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এবার বন্দরনগরী চট্টগ্রাম থেকে কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া একই সঙ্গে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে সরাসরি যশোর ও রাজশাহীতেও প্রতিদিন যাত্রী পরিবহন করবে সংস্থাটি। আগামী ২৯ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।
শনিবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন দুপুর ২ টা ২০ মিনিটে ইউএস-বাংলার ফ্লাইট চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ২ টা ৪৫ মিনিটে পৌঁছাবে। আর কলকাতা থেকে স্থানীয় সময় ১২ টা ১৫ মিনিটে রওনা দিবে এবং চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১ টা ৫০ মিনিটে। এই রুটে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ন্যূনতম ভাড়া ওয়ান ওয়ে ৬,৫৪৯ টাকা এবং রিটার্ন ১২,২৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে যশোর প্রতিদিন ৪ টি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। এই রুটের ন্যূনতম ভাড়া ৫,৬০০ টাকা। এছাড়া রবিবার ব্যতীত প্রতিদিন একটি করে ফ্লাইট ঢাকা থেকে দুপুর ২ টা ৪০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে বিকেল ৩ টা ৪০ মিনিটে। এই রুটের ভাড়া ৬,০০০ টাকা।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইউএস-বাংলা গ্রুপের সহায়ক এই প্রতিষ্ঠানটি সর্ব প্রথম ২০১৪ সালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বর্তমানে আন্তর্জাতিক পরিসরে কাঠমান্ডু, কলকাতা, মাস্কট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও দোহায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
ফ্লাইট সংক্রান্ত কিংবা অন্য কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৭৭ ৭৭৭ ৮০০-৬ নম্বরে। কিংবা ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.us-banglaairlines.com.