শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 1:28 pm | July 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক আতিকুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। গত ২১ জুলাই আভিযানিক দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এ সৈনিক।
রোববার (২৮ জুলাই) ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেন’-এ তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজার পর তিন বাহিনী প্রধানরা শহীদের সম্মানে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শান্তিরক্ষীর মরদেহ নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফনকার্য সম্পন্ন হবে।
প্রসঙ্গত, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আভিযানিক দায়িত্ব পালনকালে ২১ জুলাই স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৯টায় বেলেকো নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আতিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বোয়ার এ অবস্থিত লেভেল-১ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সময় পৌনে ১টার (আনুমানিক) দিকে মৃত ঘোষণা করেন।
এরপর শনিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রয়াত শহীদ সেনা সদস্যের মরদেহ পৌঁছায়।
কালের আলো/এআর/এমএইচএ