ডেঙ্গুর কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : কাদের

প্রকাশিতঃ 4:00 pm | July 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি ডেঙ্গু মোকাবিলাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও জানান।

রোববার(২৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা জানান।

তিনি বলেন, ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছি না। সিরিয়াসলি নিয়েছি, আমরা ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের দলের নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা দলের পক্ষ থেকে সচেতনতামূলক, সতর্কতামূলক সভা-সমাবেশ করবো, জনগণকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করবো।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে সরকারিভাবে স্বাস্থ্যমন্ত্রীসহ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে, জনগণকে বাঁচাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ওষুধ যাতে সরবরাহ করা হয়।

তিনি বলেন, সারাদেশে বন্যাদুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করা আরেকটি চ্যালেঞ্জ। এই দুটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ছয়টি ত্রাণ টিম প্রথম দিন থেকে সর্বাত্মক কাজ করছে। আমরা মানুষের কল্যাণে মানবতার টানে মানুষের পাশে দাঁড়াই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্ব রেকর্ড করেছেন। কিন্তু কয়েকদিন ধরে বিএনপি কয়েকটি জায়গায় নামমাত্র ত্রাণ দেওয়ার নামে ফটোসেশন করেছে। এটা ছিল তাদের লোক দেখানো। বিএনপি মহাসচিব বলছেন দেশ সংকটে আছে, আসলে দেশ সংকটে নেই, বিএনপি সংকটে আছে।

তিনি আরো বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য দলের নেতাকর্মীরা মায়াকান্না করেন। কিন্তু আমার প্রশ্ন গত দেড় বছরে আপনারা দেড় মিনিটও রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারেননি।

উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ইসলামপুর, কুড়িগ্রামের রাজীবপুর ও সিরাজগঞ্জে ত্রাণ বিতরণে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা প্রমুখ।

কালের আলো/এআর/এমএম