মানিকগঞ্জে ছেলে-মেয়েকে নিয়ে মায়ের বিষপান
প্রকাশিতঃ 7:59 pm | March 17, 2018
মানিকগঞ্জ প্রতিনিধি, কালের আলো :
মানিকগঞ্জের সিংগাইরে প্রবাসী স্বামীর আরেকটি বিয়ে চাপ আর শ্বশুড় বাড়িতে অপমান সইতে না পেরে অবশেষে দুই সন্তানকে নিয়ে বিষ পানে আত্মহত্যার চেস্টা করে গৃহবধু রিনা আক্তার (২৭)। রিনার মৃত্যু হলেও ভাগ্যগুনে বেঁচে গেছে দুই সন্তান। তবে তাদের অবস্থাও আশঙ্কাজন। তাদের চিকিৎসা চলছে ঢাকার একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নে রামকান্তপুর গ্রামে।
সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের মিরেরচর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে রিনা আক্তার (২৭)। বছর সাতেক আগে বিয়ে হয় রামকান্তপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে আব্দুল আজিজের সাথে। এই দম্পতির মেয়ে আফরিন (৫) ও ছেলে মোমিন (২)। আব্দুল আজিজ বেশ কয়েক বছর ধরে সৌদীআরব প্রবাসী।
পরিবার সুত্রে জানা গেছে গত শুক্রবার সন্ধ্যার দিকে নিজ ঘরে রিনা আক্তার তার দুই সন্তানসহ ইদুঁর মারার ঔষুধ পান করে আত্মহত্যার চেস্টা করে। এক পর্যায়ে শিশুদের কান্নাকাটির শব্দে আশেপাশের লোকজন এসে তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুক্ষনপর রিনাকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অসুস্থ্য অবস্থায় শিশু দুটিকে পাঠিয়ে দেয়া হয় ঢাকার সহরোয়ার্দী হাসপাতালে।
রিনা আক্তারের মামা মহাম্মদ রনজু জানান বিদেশে যাওয়ার পর থেকে আব্দুল আজিজের পরিবর্তন হয়। রিনাকে তালাক দেবে বলে হুমকি দিত। মোবাইল ফোনে মেয়েদের ছবি পাঠিয়ে বলতো এদের বিয়ে করবে। বলতো ছেলে মেয়ে নিয়ে তুই বাবার বাড়িতে চলে যা। শ্বশুর বাড়ির লোকজনও রিনাকে মারধর করতো। ছেলেকে আরেকটি ভালো বিয়ে করাবে বলে রিনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলতো। রজনু বলেন মানসিক ও শারীরীক নির্যাতন সইতে না পেরে ছেলে মেয়েকে নিয়ে রিনা বিষ পান করে।
আব্দুল আজিজের বাবা আবু বকর ছিদ্দিকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি রিনাকে অত্যাচারের অভিযোগ অস্বীকার করেন। তবে আজিজ ও রিনার মধ্যে কিছুদিন ধরে মনকষাকষি চলছিল বলে তিনি জানান। তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল তা তিনি বলতে পারেননি। রিনা তার কাছে আজিজের সম্পর্কে কোন অভিযোগও করেননি বলে তিনি দাবি করেন। আবু বকর ছিদ্দিক জানান নাতি ও নাতনিকে নিয়ে তিনি সহরোয়ার্দী হাসপাতালে আছেন। দুজনের অবস্থা ভালো না বলে তিনি মন্তব্য করেন।
সিংগাইর থানা অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শষ্যা হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে।
কালের আলো/জেইউভি/ওএইচ