ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্রই হলো ব্যক্তিগত সতর্কতা : বিমান বাহিনী প্রধান

প্রকাশিতঃ 3:39 pm | July 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে গৃহিনীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : বিমান বাহিনী প্রধানের পত্নী

তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্রই হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিস মশা নিধন বা নির্মূল করা।

মঙ্গলবার(৩০ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে বিমান বাহিনী এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযান এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় বিমান বাহিনী প্রধান সকলকে সচেতন করার পাশাপাশি অফিস আদালত ও বাসস্থানসমূহের আঙ্গিনা ও ছাদে জমে থাকা পানি পরিষ্কারকরণ এবং যে সকল বস্তুতে এসব পানি জমে এসব পরিষ্কারের উপর গুরুত্বারোপ করেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে চলমান ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরো বেগবান হবে বলেও তিনি এসময় আশা প্রকাশ করেন।

ডেঙ্গু রোগ যাতে আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রয়োজনীয় প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধিসহ বিমান বাহিনী ও তার আশে পাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারাদেশে ডেঙ্গু নির্মুল করার লক্ষ্যে একযোগে এডিস মশার প্রজননস্থল সনাক্তকরণ ও ধ্বংসকরণের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে বাংলাদেশ বিমান বাহিনীতে এ ডেঙ্গু নির্মুল অভিযান কার্যক্রমের আয়োজন করা হয়।

কালের আলো/এআর/এনএল