ডেঙ্গু প্রতিরোধে গৃহিনীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : বিমান বাহিনী প্রধানের পত্নী
প্রকাশিতঃ 3:58 pm | July 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশে মহামারী আকার নিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোথাও না কোথাও প্রাণ ঝরছে মানুষের। ডেঙ্গু সম্পর্কে সবাইকে সচেতন ও সর্তক করতে এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্রই হলো ব্যক্তিগত সতর্কতা : বিমান বাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ডেঙ্গু নির্মূল অভিযান শুরুর পর বসে নেই তার পত্নীও।
মঙ্গলবার(৩০ জুলাই) তেজগাঁওস্থ বিমান বাহিনীর ঈগল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনী প্রধানের স্ত্রী ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর সভানেত্রী ইয়াসমিন জামান ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সভানেত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্যে বলেন, ডেঙ্গু যেহেতু আমাদের বসতবাড়ী এবং এর আশে-পাশের এডিস মশার মাধ্যমে বিস্তার লাভ করে তাই এর প্রতিরোধে গৃহিনীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ডেঙ্গু প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিকিৎসা কর্মকর্তা কর্তৃক সচেতনতামূলক বক্তব্য প্রদান, ডেঙ্গু প্রতিরোধ র্যালি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারি পরিচালক নূর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কালের আলো/এআর/এমএম