‘অনন্য সাধারণ এক ইতিহাসের নাম বঙ্গবন্ধু’
প্রকাশিতঃ 8:18 pm | March 17, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অনন্য সাধারণ ইতিহাসের নাম, এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান এক নেতা। জনতার প্রকৃত এ নেতা ছিলেন ইতিহাসের মহানায়ক। স্বাধীনতার জন্য জাগ্রত জাতির ঐক্যের প্রতীক ছিলেন তিনি।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালী শেষে শিশু সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, বঙ্গবন্ধু মুজিবের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। জাতির পিতার জন্মবার্ষিকীতে বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত করার দৃপ্ত শপথ নিতে হবে।
এর আগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। পরে র্যালি শেষে স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।
পরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
কালের আলো/এমএ