স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর : বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন জনসংযোগ কর্মকর্তাই!

প্রকাশিতঃ 1:12 am | August 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে ডেঙ্গু মহামারী আকার নিয়েছে। আর এ সময়টাতে সরকারি সফরে মালয়েশিয়া গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর অনুমোদন করেছিলেন। জিও ইস্যু করেছিল সরকার।

কিন্তু মন্ত্রীর এ সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। বিভিন্ন গণমাধ্যমে স্বয়ং মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার রেফারেন্সে এ বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। আর এজন্য চরম সমালোচিত হচ্ছেন এ জনসংযোগ কর্মকর্তা।

কিন্তু কেন এবং কি কারণে তিনি গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করলেন এ নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন মন্ত্রীকে বিতর্কিত এবং বিপাকে ফেলতে তিনি এমন কাণ্ড করেছেন কি না এ বিষয়টিও তদন্ত করে দেখা উচিৎ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্বাস্থ্যমন্ত্রী নিজে এই জনসংযোগ কর্মকর্তার ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। দেশে ফেরার পর তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন এই জনসংযোগ কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী দেশে আছেন কি নেই, সে বিষয়ে বক্তব্য দেওয়ার এখতিয়ার জনসংযোগ কর্মকর্তার নেই। বরং কোন মন্ত্রী যখন ছুটিতে যায় তার ছুটি সম্পর্কিত বিষয়ে অবহিত থাকার কথা একমাত্র সচিবের। কিন্তু কিছু কিছু অতি উৎসাহী গণমাধ্যমে সচিবের সঙ্গে কথা না বলে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেটা প্রচার করেছেন।

এর ফলে বিভ্রান্তি তৈরী হয়েছে। এ ধরনের অতি উৎসাহী কর্মকর্তা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে নয়, এমন কমকর্তার জন্য অনেক মন্ত্রণালয়ের মন্ত্রীরাই বিপত্তীতে পড়ছেন বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ত্রান কাজে ব্যস্ত রয়েছেন। ফলে তিনি মানিকগঞ্জে রয়েছেন। তার এ বক্তব্যের পর থেকে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।