কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর নতুন ভাস্কর্য স্থাপন
প্রকাশিতঃ 11:48 pm | August 03, 2019

কালের আলো ডেস্ক:
কলকাতার ঐতিহ্যবাহী সরকারি বেকার হোস্টেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরোনো ভাস্কর্যটি সরিয়ে সেখানে নতুন ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
শনিবার (০৩ আগস্ট) সকালে হোস্টেলের বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষে ভাস্কর্যের আনুষ্ঠানিক উন্মোচন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এর আগে হোস্টেলটিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর মুখমণ্ডল যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারেননি কলকাতার ভাস্কর। এ নিয়ে পরবর্তীতে বারবার আপত্তি ওঠার পর এবার সেখানে বঙ্গবন্ধুর প্রকৃত অবয়ব ফুটিয়ে তুলে নতুন একটি ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সেই লক্ষ্যে বঙ্গবন্ধুর নতুন একটি ভাস্কর্য ঢাকা থেকে নিয়ে গিয়ে সেখানে স্থাপন করা হলো।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসানসহ কলকাতার বিশিষ্টজনেরা।
১৯১০ সালে কলকাতার শিয়ালদহের কাছে ৮ স্মিথ লেনে প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। ১৯৪৬ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন। ১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এই ইসলামিয়া কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন।
১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ। এই স্মৃতি কক্ষে এখনো রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল এবং আলমারি।
কালের আলো/এআর/এমএম