ময়মনসিংহে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষক ও মাদকবিক্রেতা নিহত
প্রকাশিতঃ 9:39 am | August 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার আসামী ও মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসব ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৪ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে ফুলবাড়িয়া উপজেলার কালাদহ এলাকায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম (২০) ও রাত ১২টার দিকে ময়মনসিংহ সদরের চরপুলিয়ামারী এলাকায় মাদকবিক্রেতা জনি মিয়া (২৬) নিহত হন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার (৩ আগস্ট) উপজেলার আছিম কুটিরা এলাকায় এক কিশোরীকে নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে তিন যুবক। রোববার তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ওই কিশোরী।
পরে রাতে ফুলবাড়িয়ার কালাদহ ঈদগাহ সামনে ধর্ষণকারীরা অবস্থান করছে, এমন সংবাদে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে আসামিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে আহত হয় জহিরুল ইসলাম নামে এক ধর্ষণকারী। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয় বলেও জানান ডিবির ওসি।
ওসি ডিবি আরও জানান, ময়মনসিংহ সদরের চরপুলিয়ামারী এলাকায় মাদকবিক্রেতা ও ছিনতাইকারীরা অবস্থান করছে এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। ডিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে মাদকবিক্রেতারা পালিয়ে যায়।
পরে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ডিবির দুই সদস্য আকরাম হোসেন ও মতিউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত ওই মাদকবিক্রেতার বিরুদ্ধে এগারোটির মতো মামলা রয়েছে বলে জানান শাহ কামাল আকন্দ।
কালের আলো/এআর/এমএম