বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু জাপান : সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 10:31 pm | August 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু জাপান, এমন মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।
হিরোশিমা ও নাগাসাকিতে নিহত-আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, জাপানিরা অত্যন্ত নম্র ও ভদ্র জাতি। তাদের খাওয়া-দাওয়া বসা ও আপ্যায়নেও আলাদা একটা শিল্প আছে।
‘৬ আগস্ট হিরোশিমায় ও তিনদিন পরে নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে লাখ লাখ মানুষ হত্যা করা হয়। আমি হিরোশিমা ও নাগাসাকিতে নিহত এবং আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শিল্পকলা একাডেমি ও জাপান দূতাবাসের আয়োজনে হিরোশিমা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত এইচ ই হিরোইয়াজু ইজুমি বলেন, আমি হিরোশিমায় জন্মগ্রহণ করেছি ও বড় হয়েছি। আমি হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক বোমার ভয়াবহতার কথা শুনে বড় হয়েছি। এমন ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে আমি সেই প্রতিজ্ঞা করেছি।
আলোচনা সভা শেষে স্বপ্নদল হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা বিষয়ে নাটক ‘ত্রিংশ শতাব্দী’ পরিবেশন করেন। দিবসটি উপলক্ষে থিয়েটার হলের বাইরে আলোকচিত্র প্রদর্শনীও করা হয়।
কালের আলো/এআর/এমএম