ডেঙ্গু দমনে ঢাকার দুই সিটিতে ১৫ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিতঃ 2:14 pm | August 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গু মশা দমনে দুই সিটি কর্পোরেশনকে জরুরি ভিত্তিতে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই সঙ্গে সারাদেশের পৌরসভায় মোট ৩০ কোটি বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার(৭ আগস্ট) স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ হিসাবে দিয়েছি, যাতে ডেঙ্গু মোকাবিলায় তারা আর্থিক ব্যয় করতে পারে।

‘তেমনিভাবে অন্যান্য সিটি করপোরেশগুলোর জন্য একটি অংকের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে। সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি।’

তিনি বলেন, সাধারণত এডিস মশার প্রাদুর্ভাব হয় মার্চ-এপ্রিল থেকে এবং অক্টোবর-নভেম্বর পর্যন্ত স্থায়িত্ব হয়। আমরা মার্চ-এপ্রিল থেকে নিয়মিত এখানে সভা করেছি, দুই মেয়রকে নিয়ে সভা করেছি এবং করণীয়গুলো ঠিক করেছি এবং সে করণীয় অনুযায়ী কাজ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, উত্তর সিটি করপোরেশেনে তাৎক্ষণিকভাবে ১৬শ নতুন লোক নিয়োগ করার ব্যবস্থা করেছি এবং দক্ষিণেও যে পরিমাণ লোকের দরকার, চাহিদা চাওয়া মাত্র দেওয়ার ব্যবস্থা করেছি।

‘এখানে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। কোথাও কোনো ওষুধ পরিবর্তনের দরকার হয় তাৎক্ষণিকভাবে করার ব্যবস্থা করা হচ্ছে। কার্যকর ওষুধ যাতে ব্যবহার হয় সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওষুধ আমাদের মজুত আছে এবং নতুন করে ওষুধ আমদানির ব্যবস্থা করা হচ্ছে।’

কালের আলো/এআর/এমএম