দূরপাল্লার বাসে অ্যারোসল ছিটানোর পরামর্শ মেয়র আতিকের
প্রকাশিতঃ 7:26 pm | August 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঈদে ঘরমুখো মানুষ নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া বাসে অ্যারোসল ছিটানোর পরামর্শ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ঈদের সময় অনেক মানুষ ঢাকা ছাড়ছেন। এতে ডেঙ্গু সংক্রমণ বাড়ার একটা বড় ঝুঁকি থাকে। আবার বাসে করে যারা যাচ্ছেন তাদেরও খুব ঝুঁকি থাকে। এরজন্য অ্যারোসল দিতে হবে এবং অনেক বাসে দেওয়াও হচ্ছে।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর মহাখালী টার্মিনালে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, তবে যাত্রী বসার সঙ্গে সঙ্গে অ্যারোসল দিলে হবে না। যাত্রী বসার অন্তত এক ঘণ্টা আগে দিতে হবে। প্রয়োজনে সঠিক সময় জানতে বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেবেন।
তিনি বলেন, ডেঙ্গু দমনে সবার সাহায্য লাগবে আর আমাদের দরকার ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল ম্যানেজমেন্ট। আর এই মুহূর্তে আমাদের সবার সচেতনতা বাড়াতে হবে। সম্প্রতি একটি বাড়ি থেকেই ৭০ হাজার লার্ভা ধ্বংস করছি। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
সভায় সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, যারা ঈদে বাড়ি যাচ্ছেন তাদের সচেতন করতেই আজকের এ উদ্যোগ। আমরা চাই সবাই সচেতন হোক। আমরা লিফলেট বিতরণ করছি, অ্যারোসল স্প্রে করছি। আমাদের দৃঢ় বিশ্বাস একাত্তরে মুক্তিযুদ্ধের মতো সবাই একত্রিত হয়ে কাজ করলে ডেঙ্গু মোকাবিলা করা যাবে।
সভায় অন্যদের মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
কালের আলো/এআর/এনএন