বিদায়ী ডিএমপি কমিশনারের দুই আক্ষেপ

প্রকাশিতঃ 1:53 pm | August 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

কর্মজীবনের শেষ কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শোনালেন গত ৪ বছর ৭ মাস ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সফলতা ব্যর্থতার কথা।

বৃহস্পতিবার(৮ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আক্ষেপ ও সফলতার কথা জানান।

তিনি বলেন, ১,৬৮০ দিনের কমিশনার থাকাকালীন দুই জায়গায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে। একটি হচ্ছে জনগণ থানায় যে সেবা প্রত্যাশা করেছে, তা আমরা অনেকাংশে পূরণে ব্যর্থ হয়েছি। আরেকটি হচ্ছে যানজট। ঢাকায় সিগন্যাল ব্যবস্থা একটি সংস্থা দেখভাল করে, পানি জমলে আরেকজনের সাহায্য নিতে হয়। এসবের কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব হয়নি।

কালের আলো/এনএল/এমআর