শুভ জন্মদিন তামিম

প্রকাশিতঃ 2:43 pm | March 20, 2018

কালের আলো ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের ২৯তম জন্মদিন মঙ্গলবার। ১৯৮৯ সালের এইদিনে পৃথিবীতে এসেছেন ব্যাটিংয়ে লাল-সবুজের ক্রিকেটের এই অটোমেটিক চয়েস। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে এগার বছর ধরে ব্যাটিং উদ্বোধন করছেন তিনি।

তামিম ইকবালের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু প্রিমিয়ার লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে। এখন পর্যন্ত তামিম খেলেছেন ৫৪টি টেস্ট ম্যাচ, যাতে রান ৩ হাজার ৯৮৫। ১৭৯ ওয়ানডেতে ৬ হাজার ১৮রান আর ৬৫ টি-টোয়েন্টিতে রান ১ হাজার ৪৪০। ২০০৮ সালে টেস্ট অভিষেক হলেও, ২০০৭ সালেই ওয়ানডে ম্যাচ ও টি- টুয়েন্টিতে অভিষেক হয় এই ক্রিকেটারের।

চট্টগ্রামের কাজীর দেউরির খান পরিবারের সন্তান তামিমের বাবা প্রয়াত ইকবাল খান। চাচা বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আকরাম খান। বড় ভাই নাফিস ইকবালও ক্রিকেটার।

দৈনিক কালের আলো পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

 

কালের আলো/ওএইচ