শোকাবহ ১৫ আগস্টে কালের আলো’র বিশেষ প্রয়াস

প্রকাশিতঃ 1:21 am | August 17, 2019

কালের আলো ডেস্ক:

ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় শোকাবহ ১৫ আগস্ট। জাতির জনককে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে রচিত হয়েছিল ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়।

বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হৃদয়বিদারক ও শোকের এ দিনটিতে ডে ইভেন্ট ও একাধিক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কালের আলো।

কালের আলো’তে প্রকাশিত এসব প্রতিবেদনসমূহের মধ্যে থেকে উল্লেখযোগ্য ২২টি প্রতিবেদনের লিংক উপস্থাপন করা হলো আমাদের পাঠকদের জন্য।

কালের আলো’র পাশে থাকুন। পাঠকরাই আমাদের প্রাণশক্তি। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার মিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবি হোক। ধন্যবাদ সবাইকে।

— অ্যাক্টিং এডিটর, কালের আলো.কম

১. জাতির স্বপ্নপুরুষকে নৃশংসতম হত্যার অশ্রুঝরা দিন

২. বঙ্গবন্ধুকে হত্যার পর কী বলেছিলেন বিশ্বনেতারা?

৩. ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি: প্রধানমন্ত্রী

৪. সেনাপ্রধানের অনন্য প্রয়াস : দৃষ্টিনন্দন শিল্পকর্ম ‘ইতিহাস আমার অহংকার’

৫. জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

৬. হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি’

৭. বঙ্গবন্ধু ৩০০ টাকা দিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদকে

৮. বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৯. রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বঙ্গবন্ধু বলেছিলেন ‘আন্দোলন চালিয়ে যা’

১০. বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে: কাদের

১১. সেদিন কারা বহন করেছিলেন বঙ্গবন্ধুর লাশ?

১২. বঙ্গবন্ধুর বুকে ছিল ২৪ টি বুলেটের ছিদ্র

১৩. যেভাবে কার্যকর হয় বঙ্গবন্ধুর ৫ খুনির মৃত্যুদণ্ড

১৪. শোকাবহ দু:সহ সেই স্মৃতি আজো বয়ে বেড়াচ্ছেন শেখ হাসিনা ও শেখ রেহানা

১৫. শোক-শ্রদ্ধা-ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ

১৬. স্বজনদের কবরে গোলাপের নরম পাপড়ি ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭. দায়িত্ব পালনের মাধ্যমেও জাতির পিতাকে শ্রদ্ধা প্রদর্শন করা যায়

১৮. কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচার করা হবে : শেখ সেলিম

১৯. বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের দায়িত্ব: প্রধান বিচারপতি

২০. বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন বেশি দূরে নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২১. প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : মেয়র আতিক

২২. বঙ্গবন্ধু হত্যা ছিল বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

কালের আলো/এআর/এমএইচএ